এখানে আপনি আমার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন

আমি কে ?

আমি সুপ্রিয় মোদক বাড়ি অম্বিকানগর জেলা বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। আমি দীর্ঘ কয়েক বছর ধরে এই স্কিলগুলো নিয়ে রিসার্চ করছি এবং প্রতিদিন নতুন নতুন বিষয় শিখছি, আমার ছোটবেলা থেকেই কম্পিউটার বা এই সমস্ত টেকনোলজির উপর খুব আগ্রহ। তাই আমি সব সময় এই জিনিসগুলো শিখতে ভালোবাসি।

আমি চাই আমার শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষের উপকার করতে আমি কখনো নিজেকে এক্সপার্ট বলে দাবি করি না কারণ এই ফিল্ডগুলোতে এক্সপার্ট বলে কিছু হয় না। যে যত বেশি এই ফিল্ড নিয়ে ঘাটাঘাটি করবে সে তত বেশি শিখতে পারবে। আর দিনশেষে সেই আপনার জন্য ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে।

আমার উদ্দেশ্য কি ?

আমার উদ্দেশ্য ব্যবসায়ীদের ডিজিটাল ভাবে এগিয়ে নিয়ে যাওয়া তাদের সঠিক পথ দেখানো। দীর্ঘদিন এই ফিল্ড গুলোকে নাড়াচাড়া করার সুবাদে আমি দেখেছি এই ফিল্ডকে মানুষ খুবই ভয় পায়। তারা ভাবে এসব আমার দ্বারা সম্ভব নয় তাই তারা বাধ্য হয়ে কোন ফ্রিল্যান্সার হায়ার করেন আর সেই সুযোগে বিভিন্ন এজেন্সি বা ফ্রিল্যান্সাররা আপনাদের কে ঠকিয়ে দেয়।

তাই আমি তাদের সঠিক গাইডেন্স দিয়ে সাহায্য করতে চাই আমি আমার স্কিল গুলোকে কাজে লাগিয়ে তাদের ব্যবসাকে ডিজিটালই এগিয়ে নিয়ে যেতে চাই।

আমার অনলাইন জগৎ-এ জার্নি ।

আমি ২০১৪ সালে গ্রেজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে বেসিক কম্পিউটার ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করি। এবং কয়েক মাস বাড়িতে প্র্যাকটিস করার পর একটি কম্পিউটার সেন্টারে কাজে জয়েন করি। বরাবরই আমার কম্পিউটারের উপর একটু বেশিই আকর্ষণ ছিল লকডাউনের সময় মেনলি আমার এটার উপর বেশি করে সময় দিয়ে এবং এটা আরো বেশি আয়ত্ত করে নিয়ে আসি।

এর পর থেকে আমি বাড়ি থেকেই ডিটিপি ‘র কাজের সাথে সাথে বিভিন্ন ছোট বড় প্রোজেক্টের কাজ করি। কাজ করতে করতে প্রথম দিকে কয়েক জায়গায় সফল হয়েছে আবার কয়েক জায়গায় ব্যর্থ হয়েছি। কয়েকবার সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পরিবারের নানান সমস্যার মধ্য দিয়ে। বর্তমানে আমি ডিটিপির সাথে সাথে ফ্রিল্যান্সার অর্থাৎ- ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং,ফেসবুক (মেটা) অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, পিক্সেল এলইডি লাইট প্রোগ্রামিং এই সকল কাজগুলো করে থাকি।

এটুকুই যথেষ্ট নয়। শিখছি প্রতিনিয়ত।

আপনার ব্যাবসায় আমার স্কিল কে কাজে লাগানোর সুযোগ দিন,
আমি আপনার ব্যাবসাকে পৌঁছে দেবো উন্নতির উচ্চ শিখরে গ্যারান্টি............।

ওয়েব ডেভেল্পমেন্ট

৭৬%

গ্রাফিক্স ডিজাইন

৮০%

ডেক্সটপ পাবলিসিং

৮৮%

ডিজিট্যাল মার্কেটিং

৬৮%

মেটা এডস্

৭২%

পিক্সেল এলইডি পোগ্রাম

৭৫%

Scroll to Top